• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৫৫:১৫

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ফরিদপুর সিভিল সার্জনের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সদর হাসপাতালের তৃতীয় তলায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ধারণা প্রদান করেন মেডিক্যাল অফিসার ডা. আলামিন সরোয়ার।

এসময় সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সেদিন  ফরিদপুর জেলার মোট ১ হাজার ৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, ফরিদপুরের ৯ উপজেলা, ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০টি ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট শিশুর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭১০ জন। এ কাজে ৩ হাজার ৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।

মেডিক্যাল অফিসার ডা. আলামিন সারোয়ার জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২ হাজার ৯১৫ জন স্বাস্থ্যসেবী এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার ৩০৬ জন ও ৬৪ জন দ্বিতীয় শ্রেণির সুপারভাইজার এই ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০