রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব সার-বীজ বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৭০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফসী বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অফিসার, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available