কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ১শ’ ১৬ বছর পূর্তি উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
এই সময় বর্ণিল সাজে সজ্জিত ঢাক-ঢোল বাজিয়ে র্যালিতে হাসপাতালের দেশি-বিদেশি চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।
হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়।
এর আগে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বর্ণিল এই র্যালির উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ১শ’ ১৬ বছর পূর্তিতে শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করছি, যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠা করেছেন এবং যারা শুরু থেকে কাজ করেছেন, এখনো যারা করছেন তাদের প্রতি।
তিনি হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে এবং প্রার্থনার মাধ্যমে সহযোগিতা করে গেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়াসহ সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস, এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে।
এর আগে হাসপাতালের ১শ’ ১৬ বছর পূর্তি উপলক্ষে ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন। হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available