পাবনা প্রতিনিধি: ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তলন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা।
জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক খায়রুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিশ সুপার আকবর আলী মুন্সী, লা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. নোয়ার উল আজীজ, ধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, বেক সভাপতি প্রফেসর শিবাজী নাগ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available