ঈশ্বরদী প্রতিনিধি: উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। পতাকা উত্তোলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ঈশ্বরদী উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি, আইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী কমিটি, সার্বিক সহযোগিতা করেন নিউএরা ফাউন্ডেশন।
আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার টি এম রাহসিন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সরকারী এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক সভাপতি শহিদুল হক শাহিন, নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, রাজশাহী বিভাগের স্কাউট ট্রেইনার নওসেদ আলী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. আইনুল ইসলাম।
বক্তারা দুর্নীতি বিরোধী সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available