টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযানে অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন র্যাব।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়াপাড়ার হাজী আবু সিদ্দিকের ছেলে আব্দুল আমিন (২৮) ও মো. শরীফের ছেলে দিল মোহাম্মদ (২৮)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়াপাড়ার ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাবের উপস্থিতি টের পেরে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুইজনকে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে আটকদের দেহ তল্লাশী চালিয়ে ১টি অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার পিস্তল ও গুলিসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available