রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে পীরগঞ্জ পৌরসভার সরকার জুয়েলার্স দুধর্ষ চুরি যাওয়া ১৬ ভরি স্বর্নালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধার করা হয়েছে। এসময় ১জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সরকার জুয়েলার্সে দুধর্ষ চুরি সংগঠিত হয়। সরকার জুয়েলার্সের মালিক পীরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। থানা পুলিশ চোরের সন্ধানে নেমে বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিকআপ, নগদ টাকা, ১৬ ভরি ৪ আনা স্বর্নালংকার ও ৯০ ভরি রুপা অলংকারসহ চুরির ঘটনার সাথে মুলহোতা দুককা কাদের ওরফে রফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে আটক করে।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারের পর দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
তারা দুজনেই একই জেলার চোর চক্রের সদস্য ছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আসামিদের রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available