• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক ৪

১০ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:২৩:১০

নীলফামারীতে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক ৪

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, ডিমলা উপজেলার বাবুরহাট পন্ডিতপাড়ার মো. হালিমুর রহমানের স্ত্রী মোছা. জীবন নেছা (২৮), ডোমার উপজেলার খালিশা চাপানী এলাকার শ্রী তপন কুমার রায়ের স্ত্রী রীতা রানী রায় (২৯), কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী মোছা. সুমি আক্তার (৩১) এবং জলঢাকা উপজেলার মীরগঞ্জ আরাজী পাঠানপাড়া এলাকার মো. আব্দুল হামিদ খানের স্ত্রী মোছা. শেফালী আক্তার (২৬)।

৯ ডিসেম্বর শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার আরজি সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়। পরে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহুরুল ইসলাম বাদী হয়ে নীলফামারী থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

নীলফামারী থানা সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর শুক্রবার আয়োজিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারী সরকারী কলেজ পশ্চিম ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে ডিজিটাল ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতারণামূলকভাবে পরীক্ষায় অংশগ্রহণ ও সহায়তা করার অপরাধে তাদের আটক করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫