পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসার ১ হাজার শিক্ষার্থী শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ পেয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার বিরাট অঙ্কের এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে সম্মাননা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available