সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে মানিক মিয়া (৫৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
১০ ডিসেম্বর রোববার ভোর ৫টায় উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ওই ব্যক্তি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠান্ডাজনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে বালু উত্তোলন করছিলেন। তাদর উপর বালু মাটি ধসে পড়লে সাথে থাকা দুইজন উঠতে পারলেও মানিক মিয়া বয়স্ক হওয়ায় উঠতে পারেননি। তার সঙ্গে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available