নোয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আইনজারি হল রুমে গুম, খুন, হত্যা, নিযার্তন ও মিথ্যা হামলা-মামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজনে করে বাংরাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ।
এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরের দুঃশসানে মানুষ এখন অতিষ্ঠ। নোয়াখালীতে ৪১১টি মামলা, মিথ্যা ও গায়েবী মামলায় ৫০২টি পরিবার জেল হাজতে হয়েছে। এসব মামলায় প্রায় ৩২ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার আশংকায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছে।
গত ২৮ অক্টোবর ২০০ ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট হয়েছে। এর আগে রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে বিএনপি। বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হয় নেতাকর্মীরা।
জেলা আইনজারি হলে নোয়াখালী জেলায় মানবাধিকার বিষয়ক সভাপতি অ্যাড. বাহার উদিন খোকনের সভাপতিত্বে অ্যাড. রবিউল হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহানের সহধর্মিনী বেগম রহিমা শাহজাহান, অ্যাড. আবদূর রহিম, অ্যাড. এবিএম জাকারিয়, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. নুরুল আমিন।
অনু্ষ্ঠান আয়োজনে সহযোগীতা করেন অ্যাড. আমির হোসাইন, অ্যাড. মাহমুদ হাসান সাকিল, অ্যাড. আবুল হান্নান চৌধুরী, অ্যাড. নিপু, সাইফুল প্রমুখ। এছাড়া হত্যাকাণ্ডের শিকার বিএনপির ১৯ পরিবার ১৫ সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এর আগে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। সঞ্চালনা করেন সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহানের সহধর্মিনী বেগম রহিমা শাহজাহান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম’ নাজমুল গনি মহল সহ বিএনপি ও জামায়াত অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা, অবৈধ নির্বাচনি তফশিল, সারাদেশে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানান। একই সাথে গণ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান। এছাড়া নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নোয়াখালীতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শহর মাইজদীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর আমীরসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি, রাজবন্দীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশিষ্ট আইনজীবী, নোয়াখালী বারের সাবেক সম্পাদক, জামায়াত নেতা অ্যাড.ভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে নোয়াখালীতে জেলা জামায়াত এই কর্মসূচিতে অংশ নেয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ মায়াজ, ছাত্র শিবির শহর সেক্রেটারি এ এস সুমন, জামায়াত নেতা অ্যাড. রাকিব আবদুল্লাহ, দেলাওয়ার হোসাইন, এ হক ফরহাদ, ডা. সাইফুল্লাহ প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available