সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। ১০ ডিসেম্বর ২৫ সদস্যের ওই নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় স্থানীয় স্কাইভিউ সম্মেলন কক্ষে।
জেলা স্বাচিপের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু সভায় সভাপতিত্ব করেন। নতুন কমিটি ঘোষণার আগে স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রবিউল ইসলাম শাহ। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ।
কমিটির সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসন চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক ডা. কৌশিক রায় ও কোষাধ্যক্ষ ডা. নীহার রঞ্জন চৌধুরী নয়ন।
এছাড়া কমিটির বিভিন্ন পদে অন্যান্যরা হলেন সহ-সভাপতি ডা. আব্দুল মজিদ সরকার, ডা. আনোয়ার-উল-করিম, যুগ্ম-সম্পাদক ডা. হাসান হাবিবুর রহমান, ডা. দিলীপ কুমার রায়, দপ্তর সম্পাদক ডা. শাহ মো. মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক ডা. ইমরান কবীর, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আফতাবুজ্জামান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. মোবাশশিরা ইসলাম হৃদিতা, সমাজ কল্যাণ সম্পাদক ডা. তাওহিদা নাসরীন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. ওবায়েদা নাসরিন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. অমল কুমার রয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. রবিউল ইসলাম শাহ, ডা. আবু আল হাজ্জাজ, ডা. জাহাঙ্গীর আলম, ডা. শরিফুল ইসলাম, ডা. মনিরুজ্জামান রুকু, ডা. রাজু আহমেদ, ডা. সোহরাব হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. মো. মেসবাহ, ডা. মাসুদ রানা।
এছাড়া কার্যকারী সদস্য হলেন ডা. নাহিদা তাসনীম, ডা. পারমিতা রায়, ডা. জও হার অনন্যা, ডা. তাসলিমা সিদ্দিকা রেখা, ডা. কামরুল হাসান ও ডা. কামরুল ইসলাম।
পরিচিতি পর্বের পূর্বে নতুন কমিটির সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available