• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কেরানীগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ২ যুবক খুন

১২ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২০:৫৬

কেরানীগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ২ যুবক খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ছুড়িকাঘাতে সাগর (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

১১ ডিসেম্বর সোমবার রাত আটটার দিকে উপজেলার শুভাঢ্যা পূর্বপাড়া কলেজ ভিটি এলাকার ফারুক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে

নিহত সাগর মুন্সীগঞ্জের লৌহজং পালগাঁও এলাকার রিপন মোড়লের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সাথে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় রবিন মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মিয়ার বাড়ির পাশে ফাঁকা জায়গায় কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ চিৎকারের শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে ১০ ডিসেম্বর রোববার দিবাগত রাত দশটায় কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিন (৪০) নামে এক যুবককে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আব্দুল্লাহপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। সে এলইডি বাল্বের ব্যবসা করতো। রাতে তার ভায়রাভাই নাজিরের সাথে ভাওয়ার ভিটি এলাকায় এলইডি বাল্বের কারখানায় যাওয়ার পথে অজ্ঞাতরা গুলি ও এলোপাথাড়ি মারধর করে হত্যা করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, আব্দুল্লাহপুর এলাকায় এলইডি বাল্ব ব্যবসায়ী শাহিনের মৃত্যু রহস্যজনক। তার বুকে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেটা গুলির চিহ্ন মনে হচ্ছে না। এছাড়া তার ডান হাতের কয়েকটি আঙ্গুল পুড়ে গেছে এবং ডান পাশের চোখ ঝলসানো রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় নিহতের ভায়রাভাই নাজিরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০