নাটোর প্রতিনিধি: নাটোরে শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে নাটোর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া।
এসময় সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ১৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এজন্য ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক একযোগে সাতটি উপজেলায় এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে যুক্ত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available