গাজীপুর প্রতিনিধি: গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন আর বনখৈর এলাকার মাঝামাঝি স্থানে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর ফলে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক যাত্রী, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
নিহত যাত্রী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা সাইটা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আছলাম উদ্দিন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
১৩ ডিসেম্বর বুধবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি, দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এসময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, রাতে কোন একটা সময় দুর্বৃত্তরা রেলের স্লিপার কেটে ফেলেছে। যার ফলে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available