• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:০২:৫৫

কুমিল্লায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বাজার তদারকি অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে এ জরিমানা করেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দোকান মালিক সমিতি এবং বাজার নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লার বৃহৎ পাইকারী বাজার চকবাজারের দোকানিদের কাছ থেকে মজুদ তথ্য ও রশিদ অনুযায়ী বিক্রির তথ্য সংগ্রহ করেন তদারকি কর্মকর্তারা।

অভিযানে দোকানিদের সতর্ক করে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন। পেঁয়াজ ক্রয়ের রশিদের সাথে বিক্রয়ের তথ্যে গড়মিল পাওয়া গেলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কুমিল্লার বাজারে অন্তত ৩০টি দোকানে তদারকি করেছি। আমরা তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। অভিযানের সময় ক্রয়ের সাথে বিক্রয়ে অমিল থাকায় দুই দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫