রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে ২ কেজি ধানি গোল্ড বীজ ধান কিনে লটারিতে পাওয়ার টিলার পুরস্কার পেয়েছেন কৃষক জোবায়দুল হক।
১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নে পাকার মাথা নামক স্থানে এসিআই কোম্পানির আমন উৎসব অনুষ্ঠানে লটারিতে বিজয়ী কৃষক জোবায়দুল হকের হাতে পাওয়ার টিলারটির চাবি তুলে দেন এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার রফিকুল কবির ও ইউপি চেয়ারম্যান নুর আলম ভোট্টু।
পরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান টিভির রংপুর বিভাগীয় করেসপন্ডেন্ট বাদশাহ ওসমানী, এসিআই কোম্পানির কর্মকর্তা আলমগীর মিয়া, নাবিদ হাসান, আলী হাসান, ডিলার ইমাম হুসাইন প্রমুখ।
সভায় এরিয়া ম্যানেজার রফিকুল কবির জানান, আমন উৎসব এসিআই কোম্পানির ২ কেজি ধানি গোল্ড বীজ ধান ক্রয়ে একটি কুপন দেয়া হয়। বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের ধনতলা গ্রামের কৃষক জোবায়দুল হক এসিআই কোম্পানি থেকে মোট ৭ কেজি ধানী গোল্ড ধান ক্রয় করেন। ধান ক্রয়ের সময় তাকে একটি লটারির কুপন দেওয়া হয়। সারাদেশের লটারির কুপনগুলো বাছাই করে প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার পাওয়ার টিলার নির্ধারণ করা হয়।
দ্বিতীয় পুরস্কারটি পান জোবায়দুল হক। মঙ্গলবার আমন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে পুরস্কারটি তার হাতে তুলে দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available