মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা।
এসময কৃষি প্রণোদনা হিসাবে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান ও সার প্রদান করা হয়। প্রতিজন কৃষকে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available