পাবনা প্রতিনিধি: অধ্যয়নরত ক্যাডেট শিক্ষার্থীদের কুচকাওয়াজসহ মহান বিজয়ের মাস উপলক্ষে বিষয়ভিত্তিক মিউজিক্যাল ডিসপ্লে ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হলো পাবনা ক্যাডেট কলেজের ৪০তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
১৩ ডিসেম্বর বুধবার দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের এমজিও’র শাখা (সমন্বয়) মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।
প্রধান অতিথির আগমনের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অধ্যয়নরত চৌকস ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথিকে সালাম প্রর্দশন করা হয়।
১০ ডিসেম্বর থেকে এই আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে সমাপ্ত হয় ১৩ ডিসেম্বর। অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিবারের সদস্যসহ স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন পাবনা ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর আরমান ইবনে রশীদ।
অনুষ্ঠান শেষে খেলা ও পুরস্কার বিতরণী আয়োজনে ২৪৬ পয়েন্ট পেয়ে সিরাজী হাউস চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২২১ পয়েন্ট পেয়ে রানার-অপ হয় ভাসানী হাউস। ছোটদের দলে ক্যাডেট সাদ ও বড়দের দলে ক্যাডেট তানভীর ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করেন।
এই বছরে একাডেমিক কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় সিরাজী হাউস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পাবনা ক্যাডেট কলেজ ১৯৮১ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
অধ্যয়নরত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শরীর চর্চা ও খেলাধুলাকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে থাকেন কর্তৃপক্ষ। পাবনা ক্যাডেট কলেজের চৌকস ক্যাডেটরা বছরজুড়ে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে আসছেন। আর বছরের এই সময়ে আন্তঃহাউস প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available