রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির নাম রহিম উদ্দিন (২৪)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার কারণে তিনি থানায় রহিমকে বিবাদী করে সাধারণ ডায়রি (জিডি) করেন। ওই জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউসন দেয়। পরে ওই মামলায় আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বাদী আব্বাস হোসাইনকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি দেন রহিম। এ ঘটনায় পরে আব্বাস ২৪ জুলাই থানায় সাধারণ ডায়রি করেন। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ২০ সেপ্টেম্বর তদন্তকারি কর্মকর্তা আদালতে জিডির প্রসিকিউশন পাঠান। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
সাংবাদিক আব্বাস হোসাইন বলেন, ‘গত বছরের শেষের দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামি রহিম উদ্দিন দলবল নিয়ে একাধিবার আমার ওপর হামলার চেষ্টা চালায়। এই ব্যাপারে আমি রহিম উদ্দিনসহ আরও ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি করি। এসব জিডির সত্যতা পাওয়ায় তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রসিকিউসন দেন। এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন রয়েছে।’
রাঙ্গুনিয়া থানার এএসআই মো. বশির আহমেদ আসামি গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available