• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে দেশি পেঁয়াজ কেজিতে কমল ৫০ টাকা

১৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২২:৩৪

হিলিতে দেশি পেঁয়াজ কেজিতে কমল ৫০ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ভারত রফতানি বন্ধ করে দেওয়ায় সারা দেশের ন্যায়ে দিনাজপুরের হিলিতে অস্থিতিশীল হয়ে উঠে পেঁয়াজের বাজার। তবে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় ও সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। পাইকারী দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
  
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি প্রকারভেদে কমেছে ৫০ টাকা। আর পাতা পেঁয়াজ কেজিতে ৩০ টাকা কমে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ পাইকারী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দেশি শুকনো পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আফজাল হোসেন বলেন, হঠাৎ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। এরপর থেকে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। ফলে দেশি পেঁয়াজ ১৮০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। অথচ, কয়েকদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ ৯০ টাকায় ১ কেজি নিলাম।  

হিলি বাজারে পাইকারী বিক্রেতা আবু তাহের বলেন, গত কয়েক দিনের তুলুনায় দেশি পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তাই দাম কমে আসছে। আমরা চার দিন আগে দেশি মুড়িকাটা পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ পাইকারি ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। দেশি শুকনো পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি।

হিলি খুচরা বিক্রেতা রুবেল হোসেন বলেন, আমরা পেঁয়াজ পাইকারী ৮০ টাকা কেজি দরে কিনেছি। আর খুচরা বিক্রি করছি ৯০ টাকা কেজি দরে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি। তবে কয়েক দিন পেঁয়াজের ক্রেতা খুব কম ছিলো। বৃহস্পতিবার যেমন সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তেমন পেঁয়াজের ক্রেতাও বেড়েছে। তবে আর কয়েক দিন পর পেঁয়াজের দাম আরও কমে আসবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫