• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অপহরণের ৭০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

১৫ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৪৬:৩৯

অপহরণের ৭০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রী সুমনা রানি সুমি (১২)-কে অপহরণে দুই মাস দশ দিন পর ফেরত দিয়েছে একটি চক্র।

অপহরণ হওয়া স্কুলছাত্রী সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাড়ি পৌরসভার দক্ষিণ সুজালপুর হরিবাসর এলাকায়। অভাবের সংসারে বাবা-মাকে কিছুটা সাহায্য করার জন্য পড়াশোনার পাশাপাশি স্কুল ছুটির পর বিকাশ ঘোষের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করতো সুমি।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, ১০ অক্টোবর বাড়ি থেকে বান্ধবী আনিকার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। অপহৃত ওই কিশোরীর পরিবার পাগলের মতো দুই মাস ধরে বিভিন্ন জায়গায়  খোঁজাখুঁজি করেও সন্ধান মিলছিলো না অপহৃত স্কুলছাত্রীর।

১ ডিসেম্বর ভুক্তভোগী পরিবার এ ঘটনায় বীরগঞ্জ  থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ৬ ডিসেম্বর অপহরণ হওয়া স্কুলছাত্রীকে বাসায় ফেরত দেয় শিশু পাচারের চক্রটি।

অপহরণের স্বীকার ওই স্কুল ছাত্রী বলেন, তাকে হোকার বিকাশ ঘোষ ও তার স্ত্রী অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে স্কুলছাত্রীর জন্ম নিবন্ধনের কার্ড, বাবা- মার ভোটার আইডি কার্ডের ফটোকপি চায় পাচার চক্রটি।

এলাকায় খবর নিয়ে জানা যায়, বিকাশ ঘোষের স্ত্রীর দীপু ঘোষের একটি কিডনি নেই। এর আগেও এভাবে একটি মেয়েকে অপহরণ করেছিল তারা।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫