কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর চর গলগুলিয়া এলাকার আমিন কর্পোরেশন নামে একটি অ্যালুমিনিয়াম ফয়েল এন্ড প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়েছে এবং স্টিলের তৈরি ভবনের চালা ধসে পড়েছে।
১৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ঔষধ কোম্পানির মোড়ক প্রিন্ট করে তৈরি করা হতো। ভবনের ভেতরে প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
কারখানার ভেতরে কর্মরত যুবক ইয়াসিন জানান, কারখানার ভেতরে কাজ করার সময় প্রিন্টিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় তারা স্টিং হুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে এর ভয়াবহতা বৃদ্ধি পেলে সেখান থেকে বেরিয়ে আসেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার আকবর আলী বলেন, আমাদের একটি মেশিনের দাম ১০ কোটি টাকা, সেটা একেবারে পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরও অনেক মেশিনারি এবং কাঁচামাল পুড়ে গেছে। এতে অন্তত ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৫ কমান্ডার শামসুজ্জোহা জানান, আগুনের ঘটনার খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও নিমতলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর সদর দপ্তরসহ আশেপাশের মোট ৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনে সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিন করিম জানান, প্রতিষ্ঠানটির অনুমোদিত কাগজপত্র আছে কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য আগামী রোববার মালিককে উপজেলা পরিষদে আসতে বলা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হবে কিনা সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available