• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হবিগঞ্জের চা বাগানে ডাকাতির ঘটনায় আটক ৩

১৭ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১২:৫৮

হবিগঞ্জের চা বাগানে ডাকাতির ঘটনায় আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা এবং ডাকাতি করা মালামালসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

১৬ ডিসেম্বর শনিবার সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১২টি মোবাইল ফোনসহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহেরের পুত্র এমদাদুল হক মিলন (৩৮), শফিকুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (৩১) ও আবু সাইদের পুত্র মো. হৃদয় মিয়া (২৮)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে রাস্তায় গাছ ফেলে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের ডাকাত দলের সদস্যরা গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, এর একটি আভিযানিক দল গত ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার মূলহোতাসহ তিনজনকে আটক করে। পরে আটক ডাকাতদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫