• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

১৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১১:৫০

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

দিনাজপুর প্রতিনিধি: সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর রোববার বেলা ১২ সাড়ে টার দিকে বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরল কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে বরণ করেন বিজিবি সদস্যরা।

সেখানে দুই ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি  বলেন, আজকে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনও বাংলাদেশ কখনও ভারত অংশে। এ ধরনের বৈঠকের মধ্যে আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫