পাবনা প্রতিনিধি: পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সরকারের লক্ষ্য অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মুলক নির্বাচন করা। একটি সুন্দর নিবার্চন করতে হলে প্রার্থী, রাজনৈতিক দল, সাংবাদিক, ভোটার, সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগীতা প্রয়োজন। আমি আশা করি পাবনা সকল শ্রেণি-পেশার মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর করতে সহযোগীতা করবে। সংশ্লিষ্টদের সহযোগীতায় পাবনায় হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
১৭ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভা সুত্রে জানা যায়, সুজানগর বিল গাজনায় কচুরীপানার কারণে ব্যাপকভাবে ফসল উৎপাদনে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কচুরীপানা নির্মূলে বিষেশ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। ২৬১ টি কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যাক্রম চলছে। ২৩ নভেস্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম চলছে। হজের জন্য নিবন্ধন কার্যক্রম ৩১ ডিসেম্বও পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১ লক্ষ ৬৭ হাজার মানুষকে ভাতা দেয়া হচ্ছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও সভায় জানানো হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মো. অতুল মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্স আকসাদ আল মাসুর আনন, সরকারী এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মাহমুদ , চাটমোহর পৌর মেয়র শাখাওয়াত হোসেন সাখো, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি (বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available