হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এখন নির্বাচন করতে আর কোনো আইনী বাধা নেই তাঁর।
১৭ ডিসেম্বর রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ মামলায় তার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।
এর আগে ৪ ডিসেম্বর আতাউর রহমানের মনোনয়ন পত্র বাতিল করেন লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতা ও তার চাকুরির বিষয়ে আইনি জটিলতার কারণে আবেদন নামঞ্জুর করা হয়।
এ বিষয়ে আতাউর রহমান প্রধান বলেন, হাইকোর্ট আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। আমি জনগণকে সাথে নিয়ে লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
তিনি আরও বলেন, আশা করি জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে কাজ করে যাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available