• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাইয়ে উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৩০:২৪

কাপ্তাইয়ে উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাঙামাটি হিল ফ্লাওয়ার’র উদ্যোগে ‘জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা শেড বোর্ডের সহযোগিতায় কর্মশালার অর্থায়ন করে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মান।  

১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

হিল ফ্লাওয়ারের সিনিয়র কর্মকর্তা মিলন চাকমার সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার ও ট্রেইনার এপ্পি চাকমা কর্মশালার সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার নাদিরা বেগম এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সাবেক সভাপতি কবির হোসেন।

কর্মশালায় সিসিএইচপি প্রকল্পের অগ্রগতি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের ফাইনান্স অ্যান্ড এ্যাডমিন ডিরেক্টর সনজিৎ তনচংগ্যা।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, সাংবাদিক,  ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য, ওমেন ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য এবং হিল ফ্লাওয়ার সংস্থার সিসিএইচপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫