• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁর ৬ আসনে প্রতীক বরাদ্দ

১৮ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৩:০১

নওগাঁর ৬ আসনে প্রতীক বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

জেলা প্রশাসকের সভাকক্ষে প্রতীক বিতরণ করা হয়। এসময় প্রার্থীরা নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।

নওগাঁর ৬টি আসনে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মনোনীত ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

নওগাঁ -১ আসন (নিয়ামতপুর-পোরশা-সাপাহার)’র প্রার্থীদের প্রতীক ঘোষণা করা হয়। নওগাঁ -১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদারের প্রতীক নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. আকবর আলী লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান ট্রাক ও মো. মাজেদ আলী ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার নৌকা এবং জাতীয় পার্টির দলীয় প্রার্থী অ্যাড মো. তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. মাসুদ রানা লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মো. সোহেল কবির চৌধুরী সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী মো. ছলিম উদ্দিন তরফদার ট্রাক ও আরেক স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. নাহিদ মোর্শেদ নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. আলতাফ হোসেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আব্দুর রহমান ডাব, স্বতন্ত্র প্রার্থী মো. এস.এম. ব্রহানী সুলতান মামুদ ট্রাক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রাং ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন জলিল (জন) নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. ইফতারুল ইসলাম বকুল লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী এস.এম. আজাদ হোসেন মুরাদ মশাল ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ট্রাক প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আনোয়ার হোসেন হেলাল নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. আবু বেলাল হোসেন (জুয়েল) লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মো. পিকে আব্দুর রব সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম আম, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম ঈগল, স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ফারুক ট্রাক আরেক স্বতন্ত্র প্রার্থী মো. নোওশের আলী কাঁচি এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সরদার মো. আব্দুস সাত্তার ডাব প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, দলীয় প্রতীক বরাদ্দের হিসেবে নওগাঁর ৬টি আসনে ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০