রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ও মাদকসহ ৯ মামলার আসামি ফজলুল কাদের ওরফে ভুতুইয়্যাকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
১৮ ডিসেম্বর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ১৭ ডিসেম্বর রোববার রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড হাবিবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ভুতুইয়্যা একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আধুরপাড়া গ্রামের মৃত সিদ্দিক আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড হাবিবপাড়া এলাকা থেকে ভুতুইয়্যাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় (এলজি) বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার ভুতুইয়্যা শীর্ষ মাদক কারবারি। সে আনজুইয়্যার সেকেন্ড ইন কমান্ড বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে ৯টি পৃথক মাদক মামলা রয়েছে। একাধিকবার গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে আবারও একইভাবে মাদক কারবার চালিয়ে গেছে।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই সুমন কুমার দে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available