• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৮:৩৫

কালাইয়ে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থীর তিনজন কর্মী আহত হয়েছেন।

১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কালাই উপজেলার মাত্রাই বাজারে নৌকা প্রতীকের পোস্টার লাগাতে গেলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর কাঁচি প্রতীকের কর্মীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন।

এই সংঘর্ষের ঘটনায় নৌকা মার্কার পক্ষে ইমরান হোসেন বাদী হয়ে ১৬ জনসহ অজ্ঞাত ৮/৯ জনকে বিবাদী করে মামলা করেন। অপরপক্ষে স্বতন্ত্র প্রার্থী নিজে বাদী হয়ে ৯ জনসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে বিবাদী করে মামলা করেন।

হেলাল উদ্দিনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতেই স্বতন্ত্র প্রার্থী তার কর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অভিযোগ করে বলেন, নৌকার লোকজন তার কর্মীদের ওপর হামলা করে তার তিনজন কর্মীকে আহত করেছে। তিনি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান লজিক তালুকদার নিজে দাঁড়িয়ে থেকে তার লোকজনদের দিয়ে নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছে।

এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর লোকজনদের পরিষদে তুলে নিয়ে গিয়ে মারপিট করেছে। একজনকে আহতও করেছে। তারা নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার জন্য এসব অপকর্ম চালাচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং থানায় অভিযোগ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। এ ঘটনায় রাতেই দুই পক্ষ থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫