টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : সরিষা, সবজি, রোপা আমন ধান আবাদ শেষ হতে না হতেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নে কৃষক ঝুঁকে পরেছে বোরো চাষে। সঠিক সময়ে পার্শ্ববর্তী উপজেলা মধুপুর থেকে উন্নত জাতের ধান বীজ সংগ্রহ করে বীজ তলা তেরি করে চারা রোপন করছেন তারা। সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা।
ঘাটাইাল মোমরেজ গলগন্ডা গ্রামের কৃষক শাহজালাল জানান, আমরা উন্নত জাতের ধান বীজ সংগ্রহ করে সেচ দিয়ে রোপন করছি। এবার আমাদের যাতে বিঘা প্রতি ২০মন ধান উৎপাদন হয়, সে লক্ষ নিয়ে কাজ করছি। তবে ধানের আগাছা তোলার পর ধান গান একটু দুর্বল হয়ে পড়লে, সে ক্ষেত্রে ভিটামিন ব্যবহার করতে হয়। আমাদের যদি মাইটা সার এবং ভিটামিন সহজে সংগ্রহ করা যেতো, তাহলে ফলন বেশি ভালো হতো। তবে কিছু কিছু জায়গায় ধান উৎপাদন কম হয়।
গ্রামে কোন কৃষি কর্মকর্তা আসে কিনা জানতে চাইলে শাহজালাল জানান, আমাদের কেউ কোন কিছু বলেনি। উপজেলার ১৪টি ইউনিয়নে কম বেশি ধান আবাদ হয়। এর মধ্যে জামুরিয়া, আনেহলা, দিঘলকান্দি, দিগর, দেউলাবাড়ী ইউনিয়ন, ২নং ঘাটাইল ইউনিয়নে বেশি বোরো ধান আবাদ হয়ে থাকে।
প্রধানমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, কোন আবাদী জমি যাতে খালি না থাকে, সে লক্ষ নিয়ে এখানকার কৃষকরা কাজ করছে বলে জানান স্থানীয় কুষকরা।
ঘাটাইল উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, গত বছর উপজেলায় ২১১৭০ হেক্টোর জমিতে বোরো ধান আবাদ করা হয়। তবে এ বছর এখন পর্যন্ত ২২৭০ হেক্টোর আবাদ করা হয়েছে। তবে চলতি বছরেও ২১১৭০ হেক্টোর জমিতে বোরো আবাদ করার লক্ষে কাজ করছেন তারা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান মুঠোফোনে জানান, চলতি বছরে যে লক্ষমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি, সেজন্য কৃষকদের যে ধরনের সহযোগিতা করা আমরা করে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available