মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পিকআপ, দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশি করে দেশীয় অস্ত্র ২টি চাইনিজ কুড়াল, ৩টি দা, ৫টি লোহাড় শাবল ও নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর পুত্র পলাশ মিয়া (২৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের পুত্র মো. জাকির হোসেন (৩৫), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদেরর পুত্র মো. শাকিল (২৩), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মালিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র মো. জামাল মিয়া (৩৬), শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার পুত্র নুর মোহাম্মদ (৩২), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের পুত্র আহমেদ সবুজ (২৯), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের পুত্র সাদ্দাম বিশ্বাস (৩৯) ও বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদারের পুত্র হৃদয় হাওলাদার (২৪)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, আটক ডাকাত দলের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available