চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ বালুর স্তূপ ধ্বসে চাপা পড়ে ৮ বছরের ১ শিশু নিহত ও ২ শিশু গুরুতর আহত হয়েছে।
জানা যায়, ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২টায় দিকে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান তার দুই বন্ধুকে সাথে নিয়ে স্তূপ করে রাখা বালুর কাছে খেলা করছিলো। এক পর্যায়ে আড়াইটার দিকে বালুর স্তূপ ধ্বসে পড়ে আব্দুর রহমান চাপা পড়ে। এ সময় তার সাথে থাকা মাসুদ রানা ও আব্দুল্লাহর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে বালু সরাতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী বালু সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, নদী খননের নামে রাঘববাড়িয়া গ্রামের মৃত বেল্লাল মন্ডলের পুত্র ফজলুর রহমান ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু পাহাড়সম স্তূপ করে রেখেছে। কিছুদিন পূর্বে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শিশুরা বালুর স্তূপের নিচে খেলার সময় হঠাৎ বালু ধ্বসে পড়ে। বালুর নিচে পড়ে আব্দুর রহমান নামের শিশুটি মারা যায়।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available