• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়িয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:৫৯

নড়িয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় কমল বিশ্বাস (৫২) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বিঝারী ইউনিয়নের গবিন্দমঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কমল বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মৃত কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) নামে একটি এনজিও সংস্থার শাখার ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কমল বিশ্বাস পরিবার নিয়ে শরীয়তপুর শহরে থাকতেন। তার স্ত্রী তাপসী রানী বিশ্বাস জজ কোর্টের আইনজীবী। কমল বিশ্বাস নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) নামের একটি বেসরকারি সংস্থায় ২ বছর ধরে বিঝারী শাখার ব্যবস্থাপক হিসেবে চাকরি করে আসছিলেন। তিনি মাঝে মধ্যে অফিসের একটি কক্ষে রাতে ঘুমাতেন। মঙ্গলবার সকালে একই শাখার দুইজন মাঠকর্মী অফিস কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে কমল বিশ্বাসের মরদেহ ঝুলতে দেখে বাড়ির মালিক নূর ইসলাম ঢালীকে ডাকেন। পরে নূর ইসলাম ঢালী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিয়ে নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, কমল বিশ্বাস খুব ভালো মানুষ ছিলেন। আমি খবর পেয়ে এখানে সাথে সাথে ছুটে আসি। পরে ওনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ওনার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি কয়েকজন কর্মীকে টাকা ধার দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

এ বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, খবর পেয়ে কমল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। সুইসাইড নোটে এনজিওটির টাকা পয়সার বিষয় উল্লেখ ছিল। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫