নাছির উদ্দীন রাজ, টেকনাফ ( কক্সবাজার) : দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন হতে পর্যটক সেজে ইয়াবা পাচরকালে ১০ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা।
আটকরা হলেন- হ্নীলা ইউপির পশ্চিম পানখালী এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মোঃ ইউসুফ (২০) ও পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সিরাজুল মোস্তফা (২৬)।
২৫ জানুয়ারি বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেন্টমার্টিন হতে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজযোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) চারটার দিকে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেন্টমার্টিন হতে কক্সবাজার গমনকারী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে আটকরা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। পরে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৫শ পিস ইয়াবা জব্দসহ ওই ২জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কমান্ডার আব্দুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available