যশোর (দক্ষিণ) প্রতিনিধি: বিজিবি’র ২২৮তম দিবস উপলক্ষে যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত বিএসএফ সদস্যদের মধ্যে যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে । পরে বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি ও ফুল উপহার দেওয়া হয়।
২০ ডিসেম্বর বুধবার বিকালে বেনাপোল সীমান্তের শুন্য রেখায় এ আয়োজন করে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল আহমেদ জামিল, অপারেশনাল পরিচালক লে. কর্নেল আনোয়ারুল মাজাহার ও সহকারী পরিচালক মোহাম্মদ মুজাহিদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফের টু আই সি অলোক কুমার ও ডিসি অবিনাস কুমার।
এসময় দু’দেশের সীমান্তে নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বাত্নক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। পরস্পরের সৌহার্দ ও সহমর্মিতা বজায় রেখে কাজ করবে বলেও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available