• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজার-২ আসনে হতে পারে দ্বিমুখী লড়াই

২১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫:০০

কক্সবাজার-২ আসনে হতে পারে দ্বিমুখী লড়াই

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: নির্বাচনী উত্তাপে গোটা বাংলাদেশ। প্রতীক বরাদ্দের পর শুরু হলো আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ক্ষমতাসীনদের সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছেন অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও।

নিজেদের বিজয় নিশ্চিতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটার উপস্থিতি নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা।

সারাদেশের ন্যায় প্রতীক বরাদ্দের পর থেকে কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনেও জমে উঠেছে নির্বাচনের আমেজ। প্রতীক হাতে পেয়েই প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী দুইবারের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর প্রার্থী মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ বাদশা।

কাগজে-কলমে আরও বেশ কিছু প্রার্থী থাকলেও সাধারণ ভোটারদের মুখে দ্বিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। তবে সাধারণ ভোটারদের আলোচনা সুষ্ঠু নির্বাচন নিয়ে। বিএনপি মাঠে না থাকায় ভোটার উপস্থিতি নিয়েও কৌশলে আগাচ্ছেন প্রার্থীরা।  

ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় পথ সভা, নির্বাচনকালীন অস্থায়ী কার্যালয় করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থী ও নোঙ্গর নিয়ে শরিফ বাদশা।

প্রার্থীদের এই প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫