কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ (সদর ও মহানগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এমপি পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার আদর্শ সদর উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগে অংশ নিয়ে সকলের নিকট ভোট ও দোয়া কামনা করেন তিনি।
এসময় তেলিকোনা দিয়ে জগন্নাথপুর মন্দির, বিবির বাজার, ঝাকুনীপাড়া, অরন্যপুর, ঘিলাতলী, হরিপুর, বৌয়ার বাজার, আনন্দপুর চৌমুহনী, দুর্লাভপুর, বড়পুকুড়পাড়, কমলপুর চৌমুহনী, কালিপুর, আরকু চৌমুহনী এবং বালুতুপা চৌমুহনী বারপার ময়নামতি মেডিকেল কলেজ থেকে কুচাইতলি এলাকায় গণসংযোগ করেন সাবেক এই এমপি।
দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়ীর মাঝে ঈগল প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে কাঁচাবাজার, মুদি বাজার, পাড়া-মহল্লায় প্রধান সড়কের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। মহিলা ভোটাররাও কাছে পেয়ে জড়িয়ে ধরেন তাকে। ভোটাররা তাদের নিজেদের নানা চাহিদার কথা জানান। কেউ কেউ সেলফিও তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে।
স্বতন্ত্র প্রার্থী সীমা বলেন, ২০১৮ সালে আমাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এবার ভোটের মাধ্যমে জয়ী হয়ে এ আসনটি আমাদের দখলে রাখতে চাই। আমি কুমিল্লার জনগণের সঙ্গে ছিলাম এবং জীবনের সবটুকু সময় থাকবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available