ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি বাংলার জনগণের মুখপাত্র হিসেবে বলতে চাই, যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করছেন আপনারা সাবধান হয়ে যান। যারা হরতাল অবরোধ ও অসহযোগ ডেকেছেন সাবধান হয়ে যান। এই দেশে আইন আছে, আইনের শাসন আছে, কিন্তু আপনারা যা করছেন তা রাষ্ট্রদ্রোহিতা।
২২ ডিসেম্বর শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উনাদের এক নেতা আছে, সে নেতা না ফেতা আমি জানি না। উনি লন্ডনে বসে হুকুম দেন আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এইসব হুকুমে আপনারা ভয় পাইয়েন না।
আইনমন্ত্রী বলেন, আজ আমাদেরকে সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করতে হবে জনগণ নির্বাচন চায়। তাই সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দাবি ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় আমাকে ভোট দেবেন।
আমি সারা বিশ্বে দেখাবো যে, আমার মানুষ আমাকে কত ভালোবাসে। এসময় তিনি সবাইকে দু’হাত তুলে সমর্থন দেখাতে বললে উপস্থিত লোকজন হাত তুলে প্রতিশ্রুতি দেন।
আবেগ আপ্লুত কণ্ঠে মন্ত্রী বলেন, আমি সত্যিকারের এতিম। আপনাদেরকে দেখলে আমার কষ্ট ভুলে যাই। আজকে এইটুকু দাবি করে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক।
এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available