সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের বিভিন্ন নির্বাচনী এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম। এ সময় তিনি স্থানীয় ভোটারদের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হন।
২২ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত (নাসিক) ২নং ওয়ার্ড এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজনে গণসংযোগকালে বিভিন্ন স্পটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামীম ওসমান ।
গণসংযোগে নারায়ণগঞ্জের প্রভাবশালী এ নেতা বলেন, তার বিয়েতেও তিনি এতো আনন্দে করেন নাই, নির্বাচনে যতো আনন্দে করছেন। এটা জনগণকে সাথে নিয়ে কন্টিনিউ করতে চান তিনি।
নারায়ণগঞ্জ-১ আসনের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, রূপগঞ্জে সংঘর্ষ হয়েছে। নির্বাচনে এটা হতেই পারে। তবে এটা হওয়া উচিত না। পুলিশ সুপার, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে নজর রাখা উচিত।
সাংবাদিকের প্রশ্নে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ থাকা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ কিনা জানা নেই আমার। আমি নির্বাচন করছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় আমার নাই। আমি আনন্দঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা করছি, যা আপনারা দেখছেনই।
নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে শামীম ওসমান বলেন, আমার নির্বাচনী প্রচারণায় যে পরিমাণ মানুষ হয় তার মধ্যে প্রতি পরিবার থেকে অন্তত দু’জন করেও কেন্দ্রে গেলে আমার নারায়ণগঞ্জ-৪ আসনে ৫৫ ভাগ ভোটার উপস্থিত হবেন। আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসে তাহলে ৬৫ ভাগ।
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাকে গোপালগঞ্জের চেয়ে শক্ত দাবি করে তিনি বলেন, আমি হলাম সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার বাসিন্দা। আমি মনে করি, এ দু’টি এলাকা গোপালগঞ্জের চেয়ে শক্ত।
তার আসনে ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি কাশিপুর এলাকায় গিয়েছিলাম। সেখানে আমি চাচ্ছিলাম মানুষ আমার থেকে কিছু দাবি করুক। কিন্তু কেউ কিছু চায়নি। তবে কিছু মহিলা এসে বললো, একটা দেড় হাজার ফিটের ড্রেন দরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available