নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সাহিত্য পরিষদের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় বিজয় স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। পরে এক শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ সামসুল হক, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন।
এছাড়া, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার আগে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বেলা ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান।
এ সময় প্রায় ৫০ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available