• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উজিরপুরে সাকুরা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩১:৫৪

উজিরপুরে সাকুরা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট নামক স্থানে সাকুরা পরিবহন ও  ইট বহনকারী নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নসিমন গাড়ির চালক ও হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আহত হয়েছেন ১০ জন।

২৪ ডিসেম্বর রোববার সকাল পৌনে ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট  নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নসিমন গাড়ির চালক শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার ইউসুফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২০) ঘটনা স্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশ্য ১০ জন যাত্রী নিয়ে রওয়ানা করে। উজিরপুরের মুন্ডপাশার প্রজেক্ট এলাকা নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন গাড়িটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। সাকুরা পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উজিরপুর থানার ফয়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারেণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০