কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মনোনয়ন বঞ্চিত হওয়ার পর দ্বন্দ্ব ভুলে দলের প্রতি আনুগত্য রেখে হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে একাত্মতা প্রকাশ করেছেন শাহিন আহমেদ ও এডভোকেট কামরুল ইসলাম।
২৩ ডিসেম্বর শনিবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারে আয়োজিত কর্মী সমাবেশে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
এ সময় দুই নেতা এক মঞ্চে থাকায় নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণ। এতদিন দুই নেতার দ্বন্দ্বের কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত ছিল।
জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পান কামরুল ইসলাম এবং এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরে দুই নেতার মাঝে বিরোধ দেখা দেয়, ফলে দুই মেরুতে অবস্থান নেন তারা। নেতাকর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু এবারও নৌকা পান কামরুল ইসলাম। নৌকার মনোনয়ন না পেয়ে শাহীন আহমেদ ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি।
দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে মিলিত হওয়ার বিষয়ে শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। তার কথা শিরোধার্য। আমার কর্মী-সমর্থক সবাইকে ঢাকা-২ আসনে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।
কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বড় একটি গণতান্ত্রিক দল। এখানে গ্রুপিং আছে, প্রতিযোগিতা আছে। কিন্তু দিন শেষে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমাদের সবার নেতা প্রধানমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদও নৌকার লোক। আমরা এক হয়ে নৌকার জন্য কাজ করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available