স্টাফ রিপোর্টার, ভোলা: বঙ্গবন্ধুর কথা আমার সারা জীবন মনে থাকবে, বঙ্গবন্ধুর কাছে আমি চির কৃতজ্ঞ ও ঋণী। কারণ, তিনি আমাকে স্নেহ দিয়ে, আদর দিয়ে তোফায়েল তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ।
২৩ ডিসেম্বর শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার ৮নং আলীনগর ইউনিয়নের চৌমুহনীতে এক নির্বাচনীয় পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি অপশক্তি আছে, তার নাম হলো বিএনপি। ওরা নির্বাচন করে না, ওরা নির্বাচনকে বানচাল করতে চায়। কারণ, ওদের সেই ক্ষমতা নেই। ওরা ট্রেনে আগুন দেয়, ট্রেনে মানুষ হত্যা করে ও রাস্তাঘাটে সন্ত্রাস করে। এই দলটার থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন।
এটা কোনো রাজনৈতিক দল না। আপনারাই বলেন রাজনৈতিক দল যদি মানুষ মারে, মানুষকে হত্যা করে এটা কি কোনো রাজনৈতিক দল হতে পারে? এরা অগ্নিসংযোগ করে, সেই দিনও একটি ট্রেনে ৪ জনকে অগ্নিসংযোগ করে হত্যা করেছে।
আসছে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউনিয়নবাসী ও ভোলা সদর উপজেলাবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৮নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
এছাড়াও, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মনসুর আলম নাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম জমাদার, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু মেলেটারী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আবু সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হিমেলসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available