• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ভোট বর্জনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২

২৪ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৯:১৮

কুমিল্লায় ভোট বর্জনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি: ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে কুমিল্লা জেলা বিএনপি। লিফলেটে সরকার পতন, ভোট বর্জন ও নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

২৩ ডিসেম্বর শনিবার লিফলেট বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া ২ জনকে আটক করে পুলিশ।  তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

শনিবার সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড় ও দেবিদ্বার উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা। শহরে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান ও দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজনকে সন্দেহভাজনভাবে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫