• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাঈদ

২৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪১:৩৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাঈদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে এবার সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।  

এর আগে, তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সাঈদ বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। ইতোমধ্যে আপনারা সবাই দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বর্তমান নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএমএন এবং সুপ্রিম পার্টির প্রার্থীদের পদচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই আমার দায়িত্ব। সে কারণে, আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। আপামর জনতার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, কোনো ভয়ভীতি বা দলীয় চাপের মুখে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলকে ভালোবাসি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতিতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে আমার, সে কারণেই দলের সঙ্গেই থাকতে চাই। মনোনয়নপত্র প্রত্যাহার করেছি মানেই দূরে চলে যাচ্ছি তা নয়, এলাকার মানুষের পাশে অবশ্যই থাকব।

আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান সাঈদ।  

এ সময় সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫