• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে ১৩ টাকায় মিলছে হাজার টাকার বাজার

২৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০১:০৮

নীলফামারীতে ১৩ টাকায় মিলছে হাজার টাকার বাজার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১৩ টাকার বিনিময়ে অসহায় ২শ’ পরিবার ঐক্যমতের বাজারে পেল প্রায় ১ হাজার টাকার নিত্যপণ্য।

২৪ ডিসেম্বর রোববার সদর উপজেলা শহরে আশা কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ এ বাজার বসানো হয়।

সেখানে সারি সারি সাজানো চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি, ডিম, মাছ, মাংস ও শীতবস্ত্র লাইনে দাড়িয়ে নিজের পছন্দ মত ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যায় অসহায় মানুষরা।

চাল ১ টাকা, ডাল ২ টাকা, চিনি ৩ টাকা, মাছ ৫ টাকা, মুরগি ৫ টাকা, এক ডজন ডিম ২ টাকা, কম্বল ৪ টাকা, শীতবস্ত্র ১ টাকা, ছোলা ১ টাকা, তেল ৫ টাকা, লবণ ১ টাকা, আটা ৩ টাকা ও সুজি ১ টাকা। প্রতিজনকে ১৩ টাকার মধ্যে কিনতে হবে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য।

বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ফলে ক্রয় ক্ষমতার বাহিরে নিম্ন আয়ের মানুষের। হঠাৎ এ সময় হাজির ব্যতিক্রমী একটি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ঐক্যমতের বাজার নিয়ে। এই বাজারে এক থেকে পাঁচ টাকার মধ্যে নিত্যপণ্য ক্রয় করতে পেরে খুশি অসহায় এসব মানুষরা।

ঐক্যমতের বাজারের আয়োজন করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ।

তিনি বলেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতের পোশাকসহ নিত্যপ্রয়োজীন পণ্য দেওয়া হচ্ছে অসহায় পরিবারের মানুষদের মাঝে। প্রতিজন অসহায় মানুষ ১৩ টাকার বিনিময়ে ঐক্যমতের বাজারে কিনতে পারবেন এসব পণ্য। আমরা এসব মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছি। সকাল থেকে ২শ’ পরিবার ইচ্ছেমত বাজার করে নিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাসিব মিয়া, ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩