সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে জি এম হোসেন ওরফে জেমস (৩০) নামে এক এনজিও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ২৪ ডিসেম্বর রোববার দিবাগত রাতে শহরের কাজীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেমসের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়ায়। সে সৈয়দপুরের কাজীহাট এলাকায় ভাড়া বাসায় থাকতো।
নিহতের বড় ভাই জানান, দুই মাস পূর্বে একই এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। সৈয়দপুরে একটি এনজিওতে সে চাকরি করায় এখানে পারভেজ সরকার নামে একজনের বাসা ভাড়া নিয়ে থাকতো। তার স্ত্রীকেও এ বাসায় নিয়ে এসেছিল। কিন্তু স্ত্রী কেন যেন তার কাছ থেকে নিজ বাসায় চলে যায়। তারপর আমরা জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ভাড়া বাসার আশপাশের লোকজন জানান, দুই মাস আগে ওই ভদ্রলোক এখানে বাসা ভাড়া নিয়েছিল। মধ্যখানে তার স্ত্রীকেও এখানে নিয়ে এসেছিল। স্ত্রী কয়েকদিন তার সাথে ছিল। এরপর তাদের মধ্যে ঝগড়া হয়। রাগ হয়ে তার স্ত্রী চলে যায়। পরে রাতে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাসার মালিক পারভেজ সরকার জানান, ছেলেটি বেশ ভালো ছিল। কেন যে আত্মহত্যা করলো তা রহস্যময়।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available