খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় চলতি মৌসুমে সরিষা মাঠে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এসব মধু চলে যাচ্ছে স্থানীয় বাজারসহ দেশের নানা প্রান্তে। পাচ্ছেন ভালো দামও। এ বছর সরিষা আবাদ বৃদ্ধি পাওয়ায় মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। তার পাশেই ফাঁকা জমিতে শত শত মৌ বক্স। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে তা বাক্সে জমা করছে মৌমাছিরা। আর ৭ দিন পর পর জমা করা চাক ভেঙে মধু সংগ্রহ করছেন খামারীরা। এ বছর খোকসা উপজেলায় প্রায় অর্ধ কোটি টাকার মধু সংগ্রহের প্রত্যাশা মৌ চাষিদের।
খোকসা ইউনিয়নের মোড়াগাছা এলাকায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে আসা খামারি মো. আব্দুল কাদের বলেন, সাপ্তাহে একটি বাক্স থেকে মিলছে ৩ থেকে ৪ কেজি মধু।
খোকসা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেন বলেন, মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়ন হাওয়ায় ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা।
খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, ভোজ্য তেলের ঘাটতি কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় খোকসায় আগাম ও উন্নত জাতের সরিষা উৎপাদনের কার্যক্রম গতিশীল হয়েছে। সরিষার ভালো ফলনের পাশাপাশি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌ চাষিরা।
তিনি বলেন, মধু আহরণের ফলে যেমন পুষ্টির ঘাটতি পুরণ হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available